TV SHOWS
ইলমে হাদীস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়ালিটি শো’ বিআরবি নিবেদিত “হাদ্দাসানা”- (হাদীস বর্ণনার ধারাবাহিকতা)।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কথা, কাজ, সমর্থন আর গুণাবলী এবং সাহাবায়ে কেরাম (রাঃ) রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে, তাঁর পবিত্র কথা শুনে, নির্দেশিত হয়ে এবং আনুগত্য করে সেই সোনালী যুগের দ্বীন ও দুনিয়া তথা ইবাদাত ও মুয়ামালাতের বিষয়াবলী আজকে পর্যন্ত আমাদের মাঝে একাডেমিক প্রক্রিয়ায় বর্ণনা, মুখস্ত, লিখিত আর পাঠদানের ধারাবাহিক বিশ্বস্ত সূত্র হলো ‘হাদ্দাসানা’।
Directed : Abdullah Ashraf